বুধবার, ১৮ নভেম্বর, ২০০৯

একটি ভিডিও

একটি ভিডিও চিত্র দেখুন:


ঈদের শুভেচ্ছা



সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সহজে ফোল্ডার তৈরী করা

আপনি যদি কোন ড্রাইভ বা ফোল্ডারে নতুন আর
একটি ফোল্ডার তৈরী করতে চান তাহলে কি
বোর্ডের সাহায্যে খুব সহজেই তা তৈরী করে নিজেই পারেন।
সুতরাং চলুন একটি ফোল্ডার তৈরী করে নেই:-
যে ড্রাইভ বা ফোল্ডারে নতুন ফোল্ডারটি তৈরী করবো
তাতে গিয়ে অলট্রা+এ (ALT+A) চেপে
পরপর দুইবার এন্টার (ENTER)চাপলেই
দেখবেন ওই স্থানে একটি
ফোল্ডার তৈরী হয়ে গেছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০০৯

ডি,ভি,-২০১১

সঠিক ভাবে ডিভি ২০১১ ফরম পূরন করুন
যুক্তরাষ্ট্রকে অনেকই স্বপ্নের দেশ মনে করে আর তাই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ডিভি লটারীর জন্য অনলাইনে আবেদন করে। কিন্তু দোকানে বা সাইবার ক্যাফেতে যারা ডিভি করে থাকেন তাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিৎ। ঠিকঠাক মত ডিভির ছবি না হলে শুরুতেই আপনার আবেদন বাতিল হয়ে যাবে তাই ছবির ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ডাইভারসিটি ভিসা (ডিভি) ২০১১-এর অধীনে এবারও ফরম পূরণ করতে হবে অনলাইনে। ফরম পূরণ করে পাঠানো যাবে ৩ অক্টোবর থেকে ৩০ শে নভেম্বর দুপুর ১১টা পর্যন্ত। www.dvlottery.state.gov থেকে ডিভি ২০১১ পূরণ করতে হবে। ডিভি পূরণে সবচেয়ে বেশী নজর দিতে হবে ছবির দিকে। ছবি সঠিক না হলে ফরম বাতিল হয়ে যায়। এছাড়া আবেদনকারীর প্রদত্ত সকল তথ্যই নির্ভূল হতে হবে।

ছবিঃ ছবি উচ্চতা ও প্রস্থ উভয়ই হবে ২ মি:টিার করে। যার রেজুলেশন হবে ৩০০ পিক্সেল। আপনি যে ছবি ব্যবহার করবেন তা অবশ্যই ৬ মাসের পুরানো হতে পারবে না। ছবিতে ব্যাক্তির মুখ ক্যামেরার দিকে চোখ করা থাকবে এবং উভয় কানসহ বুকের উপরিভাগ থেকে মাথার চুলসহ দেখা যাবে। ছবিতে ব্যাক্তির মাথা ছবিতে শতকরা ৫০ থেকে ৬৯ ভাগ থাকতে হবে। ছবি পটভূমি (ব্যাকগ্রাউন্ড) হবে হাল্কা একটি রঙের। পটভূমিতে কোন দৃশ্য বা মূল ছবির ছায়া থাকবে না। ছবিতে ব্যক্তির চোখে চশমা থাকতে পারবে কিন্তু চশমার উপরে আলোর প্রতিফলন গ্রহনযোগ্য নয়। ছবিতে আলাদা কোন কিছূ আঁকা যাবে না। ছবিতে অতিরিক্ত ডট প্যাটার্ন, ফোকাস, উজ্জলতা, রঙ ব্যবহার করা চলবে না। ছবিতে ধার্মিক টুপি ব্যাতিত কোন পদমর্যাদার টুপি ব্যবহার করা যাবে না।
সম্প্রতি ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে সকল প্রতারণা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে ডিভি ২০১১ লটারিতে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অন-লাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় কিছু নির্দেশনা অনুসরণের পরামর্শ দেয়া হয়েছে। ডিভি ২০১১ আবেদন সংক্রান্ত নির্দেশনা ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইট htp://dhaka.usembassy.gov থেকে পাওয়া যাবে।
মূল ঠিকানা: www.dvlottery.state.gov
এ্যাপলিকেশেন ফর্ম: www.dvlottery.state.gov/application.aspx
ছবি কেমন হবে (বিস্তারিত): www.dvlottery.state.gov/photo.aspx
ই-মেইল:rifatahmad2009@gmail.com

রবিবার, ৮ নভেম্বর, ২০০৯

এক নিমিষেই পরিষ্কার

এটা একটি Photoshop এর Plagin যা ঘোলাটে বা দানাযুক্ত ছবিকে ক্লিয়ার করতে পারে। এটা ব্যবহার করার জন্য প্রথমে ডাউনলোড করে আপনার Photoshop Directory তে অর্থাৎ C:\Program Files\Adobe\Adobe Photoshop CS2\Plug-Ins এ পেস্ট করে দিন। তারপর Photoshop কে restart করুন। এবার কোন একটা ছবি খুলে ফিল্টার থেকে Grain Surgery Filter এ ক্লিক করুন। তা থেকে Remove Grain সিলেক্ট করুন এবং এন্টার দিন। দেখুন আপনার ছবি অনেক পরিস্কার হয়ে গেছে।
সরাসরি এখান থেকে লোড করুন।

আগুন!‍ তাও আবার ডেক্সটপে!

আপনি চাইলে এখুনি আপনার ডেক্সটপে আগুন ধরিয়ে দিতে পারবেন। ভয় পাবেন না! যেহেতু আপনি আগুনটা ধরিয়েছেন তাই আপনিই তা নেভাতে পারবেন। তবে আগুনটা ধরাবেন একটা সফটওয়্যার দিয়ে। আপনার যেমন খুশি তেমনভাবে আগুন ধরাবেন আবার নেভাবেন। এটি শুধু ডেক্সটপেই কাজ করবে। প্রথমে এই লিংক http://www.fiastarta.com/NAPALM/ থেকে ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে সফটওয়্যারটি সেটাপ দিয়ে চালু করুন। রান করার পরে start over লেখাটি দেখতে পাবেন। এতে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতে মাউস দিয়ে আগুন লাগয়ে পুড়ে ফেলবেন আপনার ডেক্সটপকে। আবার আপনার ডেক্সটপে থাকা আইকন গুলিতেও আগুন লাগিয়ে দিতে পারেন। এই জন্য আপনাকে about-তে গিয়ে my desktop icons on fire-এই লেখাতে ক্লিক করুন। তাতেই আপনার ডেক্সটপে থাকা সবগুলি আইকনে আগুন লেগে যাবে। এই ছাড়া files, emitters, fading, animation, system এ গিয়ে আপনি কিভাবে আগুন লাগাবেন তার অপশন পাবেন। আপনার যেভাবে ভালোলাগে সেই ভাবে আপনি আগুন লাগান। files এ গিয়ে আপনি বিভিন্ন আগুনের style art পাবেন। নতুন নতুন style এ আগুন লাগান।