রবিবার, ৮ নভেম্বর, ২০০৯
আগুন! তাও আবার ডেক্সটপে!
আপনি চাইলে এখুনি আপনার ডেক্সটপে আগুন ধরিয়ে দিতে পারবেন। ভয় পাবেন না! যেহেতু আপনি আগুনটা ধরিয়েছেন তাই আপনিই তা নেভাতে পারবেন। তবে আগুনটা ধরাবেন একটা সফটওয়্যার দিয়ে। আপনার যেমন খুশি তেমনভাবে আগুন ধরাবেন আবার নেভাবেন। এটি শুধু ডেক্সটপেই কাজ করবে। প্রথমে এই লিংক http://www.fiastarta.com/NAPALM/ থেকে ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে সফটওয়্যারটি সেটাপ দিয়ে চালু করুন। রান করার পরে start over লেখাটি দেখতে পাবেন। এতে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতে মাউস দিয়ে আগুন লাগয়ে পুড়ে ফেলবেন আপনার ডেক্সটপকে। আবার আপনার ডেক্সটপে থাকা আইকন গুলিতেও আগুন লাগিয়ে দিতে পারেন। এই জন্য আপনাকে about-তে গিয়ে my desktop icons on fire-এই লেখাতে ক্লিক করুন। তাতেই আপনার ডেক্সটপে থাকা সবগুলি আইকনে আগুন লেগে যাবে। এই ছাড়া files, emitters, fading, animation, system এ গিয়ে আপনি কিভাবে আগুন লাগাবেন তার অপশন পাবেন। আপনার যেভাবে ভালোলাগে সেই ভাবে আপনি আগুন লাগান। files এ গিয়ে আপনি বিভিন্ন আগুনের style art পাবেন। নতুন নতুন style এ আগুন লাগান।