আম
শিক্ষক ছাত্রদের সাথে মধ্যাকর্ষণ শক্তি সম্বন্ধে অনেকক্ষন আলোচনার পর প্রশ্ন করলেন:
বলতো ফাহিম, জাম পেকে উপরের দিকে না উঠে মাটিতে পড়ে কেন?
ফাহিম: স্যার, উপরে খাওয়ার কেউ নেই তো, তাই।
ভাড়া
কন্ট্রাক্টর ভাড়া সংগ্রহ করা সময় ঘুমন্ত এক যাত্রীকে সজাগ করে বলল, ভাড়া দিন। কোথা থেকে উঠেছেন?
সজাগ হয়ে যাত্রী বলল: ঘুম থেকে উঠেছি।
মিষ্টি বক্সে
আফরোজার মাথায় সর্বদা দুষ্টমী বুদ্ধি ঘোরাফিরা করে। তাই তা আম্মু তাকে ভদ্র ভাবে চলতে ও মিষ্টি ভাষায় কথা বলতে বলতেন। পাশের বাসার এক নবাগত তাকে জিজ্ঞেস করল: আম্মু, তোমার নাম কি?
সে মিষ্টি ভাষায় উত্তর দিল: রসমলাই।
নবাগত: তোমার আব্বুর নাম কি?
আফরোজা: সন্দেশ।
নবাগত: (থতমত খেয়ে) তোমার ভায়ের নাম?
আফরোজা: জিলাপী।
নবাগত: তোমার আব্বু কি করেন?
আফরোজা: মিষ্টি তৈরী করেন।
নবাগত: তোমাদের বাড়ী কোথায়?
আফরোজা: মিষ্টির বক্সে।
প্রাইভেটকার
নিশাত ও সুমাইয়া দুই বান্ধবী। তারা গল্প করছে:
নিশাত: আচ্ছা সুমাইয়া বল তো, যে নাটক করে তাকে কি বলে?
সুমাইয়া: নাট্যকার!
নিশাত: যে গান লিখে?
সুমাইয়া: গীতিকার!
নিশাত: যে সুর দেয়?
সুমাইয়া: সুরকার!
নিশাত: যে প্রাইভেট পড়ায়?
সুমাইয়া: (হেসে) প্রাইভেটকার।
পাঞ্জাবী
বাবা তার ছেলেকে ডেকে বললেন,
ফারুক, আমার পাঞ্জাবীটা নিয়ে আয় তো।
ছেলে: বাবা আমি তো তা কেটে ফেলে দিয়েছি।
বাবা: (রাগ হয়ে) কেন এমন করলি?
ছেলে: দাদু বলেছে পাঞ্জাবীরা নাকি যুদ্ধের সময় অনেক বাঙ্গালী মেরেছে, তাই।