মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৩


কি বোর্ড এর F1 থেকে F12 এর কাজ

কি বোর্ড এর উপরের দিকের F1 থেকে F12 পর্যন্ত এই বাটন গুলোর প্রত্যেকটির আলাদা আলাদা এবং গুরুত্তপূর্ণ ব্যবহার রয়েছে । মাউসের বিকল্প হিসেবেও এদের ব্যবহার করা যায় । চলুন এ-গুলোর প্রয়োগ দেখে নিই ▬:-
F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহ্যত হয়। যখন F1 চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে।
F2 ▬: সাধারণত কোনো ডকুমেন্ট , ফাইল বা ফোল্ডার Rename করার জন্য ব্যবহার হয়। Alt+Ctrl+F2 চেপে এম, এস, ওয়ার্ডের নতুন ডকুমেন্ট খোলা যায় । Ctrl+F2 চেপে এম, এস, ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা হয়।
F3▬: কি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়।Shift+F3 চেপে এম, এস, ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।
F4▬ : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়, কম্পিউটারও টার্নঅফ করা যায়।
F5 : চেপে মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়।পাওয়ার পয়েন্টের স্লাইড শো আরম্ভ করা হয়। এবং মাইক্রোসফট ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
F6▬ : চেপে মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে এম, এস, ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
F7 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Creat browsing চালু করা হয়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয়।
F8▬ : কি টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালু করার জন্য এই কি টি চাপতে হয়।
F9▬ : কি চেপে Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়।
F10▬ : কি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়।Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
F11▬ : চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল-স্ক্রিন মোড অন-অফ করা হয়।
F12▬ : চেপে এম, এস, ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। Shift+F12 চেপে এম, এস, ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে এম, এস, ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা হয়

- f.book

জোকস

:D আংগুলের ছাপ
পরীক্ষায় অকৃকার্য ছেলের রিপোর্ট কার্ডে আঙুলের ছাপ দিলে ছেলে জিজ্ঞেস করল, বাবা তুমি আমার রিপোর্ট কার্ডে সই না করে আঙুলের ছাপ দিলে কেন? বাবা : তুমি পরীক্ষায় যা নম্বর পেয়েছ, আমি চাই না তোমার ক্লাস-টিচার জানুক যে তোমার বাড়িতে শিক্ষিত লোকজন আছে।
:D অপরাধ
তিন বন্ধু একটি মোটরসাইকেলে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছে। কিছুদূর যাওয়ার পর ট্রাফিক তাদের থামিয়ে দিয়ে বলল, একটি মোটরসাইকেলে তিনজন ওঠা আইনত অপরাধ, এটা আপনারা জানেন না? জানি, জবাব দিল একজন। ট্রাফিক রেগে বলল, জানেন তো একটি মোটরসাইকেলে তিনজন উঠেছেন কেন? জেনেশুনে অপরাধ করব না বলেই তো আমাদের একজনকে বাসায় রেখে আসতে যাচ্ছি স্যার।
:D লজ্জা
যাত্রী : পকেট মারতে তোমার লজ্জা হয় না। পকেটমার : লজ্জা তো আপনারই পাওয়া উচিত। পকেটে তো ২৫ পয়সাও নেই।
:D ইনশাআল্লাহ
এক লোক বাজারে যাচ্ছে গরু কিনতে। তো পথে তার পরিচিত আরেক লোকের সাথে দেখা। ২য় লোকটি ১ম লোকটিকে জিজ্ঞাসা করলেন, ”কই যান ভাই??” ১ম লোকটি বলল, ”ভাই গরু কিনতে যাই বাজারে।” তখন ২য় লোকটি বলল, ”ভাই এভাবে বলতে নাই।” বলেন,” ইনশাল্লাহ গরু কিনতে বাজারে যাচ্ছি।” ১ম লোকটি এবার, গাম্ভীর্যের সাথে বলল, ”পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ-র কি দরকার আছে??” লোকটি বাজারে যাওয়ার পর পকেট মারিং হয়ে যায়। বাজার থেকে ফিরে আসার সময় পথে ২য় লোকটির সাথে দেখা। তো ২য় লোকটি জিজ্ঞাসা করল, ”তা ভাই গরু কই?? খালি হাতে ফিরে আসলেন কেন??” ১ম লোকটি তখন বলল, ”ইনশাল্লাহ পকেটমার পকেট মেরে দিছে…........” সুতরাং
:D ডিজিটাল
মেয়ে : আমার মোবাইলটা বেশিরভাগ সময় আম্মুর হাতে থাকে। ছেলে : তাহলেতো বিপদ যদি ধরা পরে যাই? মেয়ে : চিন্তা করনা আমি তোমার নাম low battery নামে সেভ করে রাখছি, তুমি কল করলেই আম্মু আমার কাছে ফোন চার্জ দিতে বলে। হা হা হা...
:D গার্লফেন্ড
ভিক্ষুক :- স্যার.. ২০টা টাকা দেন.. কফি খাবো। লোক :- কেন ?? কফি তো ১০ টাকা কাপ.. ভিক্ষুক :- স্যার, সাথে গার্লফ্রেন্ড আছে তো, তাই.. লোক :- ভিক্ষুক হয়ে গার্লফ্রেন্ডও বানিয়েছ.. ভিক্ষুক :- জ্বী না স্যার.. গার্লফ্রেন্ডই বরং আমাকে ভিক্ষুক বানিয়েছে ।।

একটু চেষ্টা করুন, হযে যাবে।

তরমুজ দ্বারা সৃষ্ট। চেষ্টা করলে আমরা যে পারবনা-তা নয়>