রবিবার, ১০ মার্চ, ২০১৩

::কোরআন মাজীদ : জানার আছে অনেক কিছু ::


(১) কোরআনের আকারে বড় সূরা: সূরা বাক্বারাহ।
(২) কোরআনের মর্যাদায় বড় সূরা: সূরা ফাতিহা।
(৩) কোরআনের আকারে বড় আয়াত: সুরা বাক্বারার ২৮৮নং আয়াত।
(৪) কোরআনের মর্যাদায় বড় আয়াত : সুরা বাক্বারার ২৫৫নং আয়াত (আয়াতুল কুরসী)।
(৫) কোরআনের আকারে ছোট সূরা: সূরা কাওছার।
(৬) কোরআনের আকারে ছোট আয়াত: সূরা ত্বোয়াহার প্রথম আয়াত।
(৭) কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ সূরা : সূরা ফাতিহা।
(৮) কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ আয়াত :সূরা আলাক্বের প্রথম পাঁচ আয়াত।
(৯) কোরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াত : সুরা বাক্বারার ২৮১ নং আয়াত।
(১০) কোরআনে নবীজীর নামে এসেছে: মুহাম্মাদ চার বার, আহম্মাদ একবার।
(১১) কোরআনে একজন সাহাবীর নাম আছে : হযরত যায়েদ (রাদিআল্লাহু আনহু)

কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআনের আলোয় জীবন গড়ুন।